পাবনায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে পাবনা শহরের রিভারভিউ হল রুমে এ বৈঠকের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মাহতাব উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান মিলন।
তিনি বলেন, “বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে প্রকৃত শান্তি আনতে পারেনি। আজ বিশ্বজুড়ে নানামুখী সংকট বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।”
তিনি আরও বলেন, “যে রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, সমানাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে ব্যর্থ—সেই ব্যবস্থা টিকতে পারে না। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদ এবং বিভাগীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ।
গোলটেবিল বৈঠকে পাবনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নিজেদের মতামত তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার 









