দরজায় কড়া নাড়ছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। তাই রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
পাবনা শহর শাখার উদ্যোগে (১ মার্চ) বিকেলে এই র্যালির অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার দিকে পাবনা চাপা বিবি জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের পাঁচমাথা মোড় হয়ে শহীদ চত্তর হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জজকোর্ট, পৌরসভার সামনে দিয়ে অনন্ত মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী এইচআরএম সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।