পাবনায় গয়েশপুর ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের মাওলানা কসিমুউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে বিএনপি নেতা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ পারভেজের সার্বিক সহযোগিতায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর খান, কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু,জেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট,গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তবিবুর রহমান ফরহাদ, সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, সাবেক ছাত্রনেতা আজাদুন্নবী কাজল , গয়েশপুর ইউনিয়ন বিএনপি নেতা সবুর মেম্বার ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নাদিম খান,পৌর বিএনপি নেতা ইমরুল কায়েস, ফরিদ,টিক্কা,যুবদল নেতা বাহার,ছাত্রদল নেতা পাপ্পু, মিঠু, হৃদয়, গালিব সহ আরো অনেকে সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃত্ত।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব আকাশ।
ইফতারির আগ মুহূর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।