পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে ফিউচার লিডার্স অব বাংলাদেশের আয়োজনে এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান হয়।
এসময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তৌফিক হাবিব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সভাপতি শেখ তুহিন, সাবেক সভাপতি মাহামুদুন্নবী স্বপন, সাবেক যুগ্ন সম্পাদক আনিসুল হক বাবু, সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট।
বক্তারা বলেন, ছাত্রদলের যে সকল সাবেক নেতারা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিচ্ছে যার মাধ্যমে বিএনপি’র আস্থা অর্জন করছে। যুগে যুগে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলের ভূমিকা রয়েছে । আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকার কে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এই ছাত্র। মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দুর্বার গতিতে কাজ করছে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ । ছাত্রদলই একমাত্র সংগঠন যা আগামীর প্রজন্ম হাল ধরতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুশৃংখল সংগঠন হল ছাত্রদল। যা নতুন প্রজন্মের দিক নির্দেশকের বাহক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ফিউচার লিডারস অব বাংলাদেশ এর কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ ইউসুফ আলী মোল্লা।