পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ঈদ পুণর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল াবিকেল থেকে রাত পর্যন্ত দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়।
সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু ইসহাক আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পাবনা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা খান হাবিব মোস্তফা, সুজানগর উপজেলা জামায়াতে নায়েবে আমীর ফারুক-ই-আজম।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ইব্রাহিম খলিল আইনুল, পাবনা জেলা শিবিরের সভাপতি ইসরাইল হোসাইন শান্ত, শিবিরের সাবেক জেলা সভাপতি তারেক আজিজ, সাবেক ছাত্রনেতা ফারুক, সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, সাংগঠনিক সেক্রেটারি আবু হানিফ, ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের আমীর রবিউল ইসলাম, চরতারাপুরের সভাপতি আসলাম হোসেন সহ ইউনিয়ন জামায়াত শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সন্ধার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ওবায়দুল্লাহ তারেক সহ পাবনা সংস্কৃতি কেন্দ্রের শিল্পীবৃন্দ।