হেমায়েতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করেন হেমায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক পান্না মালিথা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, পাবনা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল বিশ্বাস।
কিসমত প্রতাবপুর মালিথা পাড়ায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বক্তারা ধানের শীষের পক্ষে গণসমর্থন জোরদার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 








