পাবনায় টেবুনিয়া বাজারে বাসার সামনে ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের শিক্ষার্থী কাওসার হোসেনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে কিশোর গ্যাঙের সদস্যরা। পাবনা সদর জেনারেল হাসপাতাল সংলগ্ন কিশোর গ্যাঙের প্রধান মোহাম্মদ সৌরভ এর নেতৃত্বে পাঁচ-সাতজন কাওসারের পায়ে ছুরিকাঘাতে ব্যাপক রক্তাক্ত করে। শরীরের পাঁচটি জায়গায় ছুরিকাঘাতে জখম করার পর হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করতে এলে স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায়। কিশোর গ্যাঙের সদস্যরা।
উল্লেখ্য, সৌরভ পাবনা সদর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় আবু সাইদের ছেলে