পাবনা সদর উপজেলার দড়িভাউডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বুধবার ডিএইচএসপি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মীর্জা আব্দুল বারেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুব। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য ডিএইচএসপি এলামনাই এসোসিয়েশেনর সদস্য সচিব ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম হুদা, প্রধান শিক্ষক শাকিল আকতার, সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জামান খান, প্রাক্তন ছাত্র সৈয়দপুর ক্যান্টমেন্ট কলেজের জেষ্ঠ্য প্রভাষক আনিসুর রহমান, বালিয়া হালট আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম, পাবনা জেলা সঞ্চয় কর্মকর্তা আরিফুল ইসলাম, যমুনা অটোপ্লান প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর পরিচালক (মার্কেটিং) বাবুল আক্তার, আব্দুল মান্নানসহ সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ২০২৫ সালের মনোনীত গুণীজনদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শহীদ মেজর মীর্জা আব্দুল বাতেন, চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য পাবনা মেডিকেল কলেজের (অবঃ) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রিয়াজুল হক রেজা, গৌরবময় কর্মজীবন ও ডক্টরেট ডিগ্রী অর্জনের জন্য অবসরপ্রাপ্ত সচিব ড. শরিফুল আলম, সততা ও কর্মদক্ষতায় গৌরবময় কর্মজীবনের জন্য অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাঈদ কুতুব, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জনের জন্য পাবনা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ হাবিবুল্লাহ ও বাবুল আক্তার।
ডিএইচএসপি’র সদস্য সচিব ড. মোঃ আলমগীর হোসেন বলেন, এরকম মহতী অনুষ্ঠান এখানে আজকেই প্রথম এবং আমরা শুরু করলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে এভাবেই গুনীজনদের সম্মানিত করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের দৃষ্টি আকর্ষন করে সাবেক কৃতি শিক্ষার্থীরা স্কুলটির জন্য একটি বিল্ডিং এবং একটি খেলার মাঠের জন্য বিনীত আবেদন জানান।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব সাঈদ কুতুব তার বক্তব্যে তিনি বিদ্যালয়ের একটি বিল্ডিংয়ের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। একই সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।