পাবনা শহরের মাসুমবাজার এলাকার দুটি আবাসিক হোটেলে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে। অভিযুক্ত মাহফুজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনার আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম আলী কাদেরীর ভাতিজা।
শনিবার (১৯ জুলাই) রাতে আল নাহিয়ান নামে এক ব্যক্তি পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে মাহফুজের স্ত্রী বরনা খাতুনের নামও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মাহফুজ আলী কাদেরী ও তার স্ত্রী বরনা খাতুনের যোগসাজশে শালগাড়িয়া ও দক্ষিণ রাঘবপুর এলাকায় অবস্থিত ‘হোটেল ড্রিম প্যালেস’ ও ‘এনবি লন্ডন প্যালেস’ নামে দুটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে উঠতি বয়সী মেয়েদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে আসামিরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। বর্তমানে অভিযোগকারীসহ এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। এতে জানমালের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। হোটেল দুটি দ্রুত বন্ধের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী কাদেরীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ রিপোর্টার 









