” এসো খেলা করি, মাদকমুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জুলাই গণঅভ্যূথান শহীদ স্মৃতি ডে নাইট ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) সকালে পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত চাচকিয়া আদর্শ যুব সংঘর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজকরা।
উদ্বোধন ব্যাচে চাচকিয়া আদর্শ যুব সংঘ ও ভাঙ্গুরা স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে এই খেলার শুরু হয়। খেলায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করেন।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন চাচকিয়া আদর্শ যুব সংঘ সভাপতি আতাউর রহমান রুবেল,
সহ-সভাপতি আবুল কালাম, খেলা পরিচালনা করেন ইসমাইল রাহী।
এ সময় আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের কাছে মাঠে খেলাধুলা করার উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়েছে। দিন দিন ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে মাদক ও বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে যা সমাজের অবক্ষয়। গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা আগ্রহ করতে আজকের এই ভলিবল টুর্নামেন্ট হচ্ছে।