ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় জমি জমা নিয়ে বিরোধের জেরে বাবুর নেতৃত্বে লুটপাট ও অগ্নিসংযোগে অভিযোগ

পাবনার আহাম্মদপুর ইউনিয়নে জমি জমা নিয়ে বিরোধের জেরে  বাবুর নেতৃত্বে  লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে।

ভুক্তভোগী জোসনা বেওয়া ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা নিয়ে দীর্ঘদিন বাবুর সাথে বিরত চলে আসছিল গত ২৮ মার্চ সকালে থেকে মোশারফ হোসেন বাবু নেতৃত্বে মান্নান শেখ,রিয়ন, শিমলসহ ১৫-২০ জন এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং প্রাণ  হুমকি দেয়। 

তার পর থেকে ভুক্তভোগীর বাড়ি ঘরের আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র ও বাড়ির অবকাঠামো সহ সকল মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে। 

এই ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবারটি এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন এবং পরিবারটিতে পুরুষ শূন্য  হয়ে পড়েছে। 

এই ঘটনার সাথে জড়িত মোশারফ হোসেন বাবু সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

পাবনা বেড়া অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

ট্যাগঃ

পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

পাবনায় জমি জমা নিয়ে বিরোধের জেরে বাবুর নেতৃত্বে লুটপাট ও অগ্নিসংযোগে অভিযোগ

সর্বশেষ আপডেট : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

পাবনার আহাম্মদপুর ইউনিয়নে জমি জমা নিয়ে বিরোধের জেরে  বাবুর নেতৃত্বে  লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে।

ভুক্তভোগী জোসনা বেওয়া ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা নিয়ে দীর্ঘদিন বাবুর সাথে বিরত চলে আসছিল গত ২৮ মার্চ সকালে থেকে মোশারফ হোসেন বাবু নেতৃত্বে মান্নান শেখ,রিয়ন, শিমলসহ ১৫-২০ জন এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং প্রাণ  হুমকি দেয়। 

তার পর থেকে ভুক্তভোগীর বাড়ি ঘরের আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র ও বাড়ির অবকাঠামো সহ সকল মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে। 

এই ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবারটি এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন এবং পরিবারটিতে পুরুষ শূন্য  হয়ে পড়েছে। 

এই ঘটনার সাথে জড়িত মোশারফ হোসেন বাবু সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

পাবনা বেড়া অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।