এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পাবনা সদরে আমার পৈতৃক প্রতিষ্ঠানের আবগারি (এলকোহল) ব্যবসা পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ ১০০ বছর ধরে প্রতি বছর সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে লাইসেন্স নবায়ন করা হয়। সবকিছু পরীক্ষা নিরিক্ষার পরই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লাইসেন্সটি নবায়ন করে থাকে। তাছাড়াও প্রতি মাসে সরকার নির্ধারিত রাজস্ব এবং ভ্যাট প্রদানের মাধ্যমে পণ্য উত্তলন করা হয়। হঠাৎ করে একটি অসাধু চক্র আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আমাদের বাড়িতে একটি মব সৃষ্টি করে এবং হুমকি দেয় টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেবে। আমরা চাঁদার টাকা দিতে রাজি না হলে তারা ধারাবাহিক ভাবে নানা অত্যাচার, বাড়িতে অগ্নিসংযোগ এবং প্রাণনাশের হুমকি দেয়। হুমকির পাশাপাশি বিভ্রান্তিকর অপপ্রচারে তারা হয়রানিমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এর ফলে আমরা নিরপত্তাহীনতায় ভুগছি এবং ব্যবসায় এই কতিপয় অসাধু ব্যক্তিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে। আমার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আসা হুমকি ও হয়রানির তীব্র প্রতিবাদ জানাই। নিরপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
-প্রলয় চাকী।