পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা হাসানুল ইসলাম রাজার উদ্যোগে পাবনার চাটমোহরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাটমোহর বাসস্ট্যান্ড সংলগ্ন হাসানুল ইসলাম রাজার ব্যক্তিগত অফিসে এই আয়োজন করা হয়।
হযরত মুহাম্মদ (সা.) জীবনীর উপর আলোচনা করেন চাটমোহর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমিন। এ সময় নারিকেলপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল মমিন উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসানুল ইসলাম রাজার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।