পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ হলে অনুষ্ঠিত হলো ‘প্রমিত ভাষা ব্যবহারের গুরুত্ব’ শীর্ষক ভাষা বক্তৃতা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, “ভাষা মানব সভ্যতার সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ উপাদান। ভাষার মাধ্যমে মানুষ চিন্তার বিকাশ ঘটায়, সংস্কৃতি গড়ে তোলে। প্রমিত ভাষা ব্যবহার বিশেষত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অপরিহার্য।”
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বে ৭,১৫৯টি ভাষা এবং বাংলাদেশে ৪১টি ভাষা প্রচলিত রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ৫১টি জাতিগোষ্ঠী ও পাবনা অঞ্চলে ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। মাতৃভাষার সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে ভাষা ব্যবহারে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মানসম্মত অনুবাদ বই প্রকাশের সরকারি উদ্যোগ জরুরি।”
সভাপতির বক্তব্যে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর বলেন, “নিজেকে আধুনিক প্রমাণের জন্য অপ্রয়োজনীয় ইংরেজি শব্দের ব্যবহার পরিহার করে প্রমিত ও শ্রুতিমধুর বাংলা ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”
অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 









