ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ১৯ লাখ টাকা সড়ক সংস্কারের ২ মাসে মাথায় সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত


পাবনা পৌর এলাকার পাবনা শহর থেকে মেরিলবাইপাস সড়কের কার্পেটিংয়ের কাজ গত ৩ মাস আগে শুরু হয় । এরই মধ্যে কার্পেটিং উঠে অনেক বড় বড় ঝুঁকিপূর্ণ গর্ততে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত দুই মাস আগে সংস্কার করা রাস্তাটি বর্তমানে বেহাল দশা তারা বলছেন পৌরসভা ও ঠিকাদারের অনিয়মে এই অবস্থা।

পৌরসভার তথ্য মতে, পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত ২২০০ কি. মি. সড়কটির সংস্কারের জন্য টেন্ডার হয় ১৯ লক্ষ টাকা। কাজটি করেন একে খন্দকার নামের একটি প্রতিষ্ঠান।

সরেজমিনে ঐ সড়কে গিয়ে দেখা যায়, পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় ঝুঁকিপূর্ণ গর্ত হয়েছে । এছাড়াও বিটুমিনের পরিমাণ কম হওয়ায় সড়কের মাঝে মাঝে কার্পেটিংয়ের পাথর ঝরঝরা হয়ে উঠে যাচ্ছে।

স্থানীয় রাজ অভিযোগ করে বলেন, ঠিকাদার সড়কটির সংস্কার করেছে যে সড়কটিতে কয়েকদিন না যেতেই কার্পেটিং উঠে গিয়ে আগের মতো খানাখন্দের সৃষ্টি হচ্ছে।

অটো রিক্সা চালক ফারুক বলেন, ঠিকাদার এখানে চরম দুর্নীতি ও কাজে অবহেলা করেছে। তাই এই রাস্তার সংস্কারের কাজ শেষ না হতেই এমন বেহাল অবস্থা হচ্ছে। সরকারের কাছে আবেদন আমাদের এই রাস্তাটি সঠিকভাবে সংস্কার করে দেওয়া হোক।

এ সড়কের সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি সাইফুল ইসলাম লোটন সাথে কথা বললে তিনি বলেন, ” সড়কের কার্পেটিং সহ সব কাজ শেষ হয়েছে। এখন কোন সমস্যা হয়ে থাকলে তা ঠিক করে দেয়া হবে। ২ মাসের মাথায় কার্পেটিং উঠে যাওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, কাজ করার সময় বৃষ্টি ছিল তাই ঠিকমত বিটুমিন মিলেনি যার কারণে এই সমস্যাটি হচ্ছে।

পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো: ওবায়েল উল হক বলেন, তদন্ত করে অতি দ্রুত ওই ঠিকেদারী প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করানো হবে।

ট্যাগঃ
জনপ্রিয়

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ পাবনার নবগঠিত কমিটি গঠন:সভাপতি মহসীন, সাধারণ সম্পাদক দেলওয়ার 

পাবনায় ১৯ লাখ টাকা সড়ক সংস্কারের ২ মাসে মাথায় সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত

সর্বশেষ আপডেট : ০৮:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


পাবনা পৌর এলাকার পাবনা শহর থেকে মেরিলবাইপাস সড়কের কার্পেটিংয়ের কাজ গত ৩ মাস আগে শুরু হয় । এরই মধ্যে কার্পেটিং উঠে অনেক বড় বড় ঝুঁকিপূর্ণ গর্ততে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত দুই মাস আগে সংস্কার করা রাস্তাটি বর্তমানে বেহাল দশা তারা বলছেন পৌরসভা ও ঠিকাদারের অনিয়মে এই অবস্থা।

পৌরসভার তথ্য মতে, পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত ২২০০ কি. মি. সড়কটির সংস্কারের জন্য টেন্ডার হয় ১৯ লক্ষ টাকা। কাজটি করেন একে খন্দকার নামের একটি প্রতিষ্ঠান।

সরেজমিনে ঐ সড়কে গিয়ে দেখা যায়, পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় ঝুঁকিপূর্ণ গর্ত হয়েছে । এছাড়াও বিটুমিনের পরিমাণ কম হওয়ায় সড়কের মাঝে মাঝে কার্পেটিংয়ের পাথর ঝরঝরা হয়ে উঠে যাচ্ছে।

স্থানীয় রাজ অভিযোগ করে বলেন, ঠিকাদার সড়কটির সংস্কার করেছে যে সড়কটিতে কয়েকদিন না যেতেই কার্পেটিং উঠে গিয়ে আগের মতো খানাখন্দের সৃষ্টি হচ্ছে।

অটো রিক্সা চালক ফারুক বলেন, ঠিকাদার এখানে চরম দুর্নীতি ও কাজে অবহেলা করেছে। তাই এই রাস্তার সংস্কারের কাজ শেষ না হতেই এমন বেহাল অবস্থা হচ্ছে। সরকারের কাছে আবেদন আমাদের এই রাস্তাটি সঠিকভাবে সংস্কার করে দেওয়া হোক।

এ সড়কের সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি সাইফুল ইসলাম লোটন সাথে কথা বললে তিনি বলেন, ” সড়কের কার্পেটিং সহ সব কাজ শেষ হয়েছে। এখন কোন সমস্যা হয়ে থাকলে তা ঠিক করে দেয়া হবে। ২ মাসের মাথায় কার্পেটিং উঠে যাওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, কাজ করার সময় বৃষ্টি ছিল তাই ঠিকমত বিটুমিন মিলেনি যার কারণে এই সমস্যাটি হচ্ছে।

পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো: ওবায়েল উল হক বলেন, তদন্ত করে অতি দ্রুত ওই ঠিকেদারী প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করানো হবে।