পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি পরিবারের অন্তত ১০ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে পুড়ে আজেলা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার জিয়ারুল কাজীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে রহমান কাজি নামে এক ব্যক্তির আধা পাকা বাড়িতে আগুন লাগে। পরে মূহুর্ত্তের মধ্যে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী কয়েকটি টিনশেডের ঘরেও আগুন ধরে। স্থানীয় জিয়ারুল কাজী, মাহবুল কাজী, মহিদুল মৃধা, জাইদা খাতুনসহ কয়েকজনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে পুড়ে এক নারী মারা যায়। গরু- ছাগল, আসবাবপত্র, টাকা- পয়সাসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শারফুল আহসান ভুঞা জানান,
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে পরবর্তীতে জানানো যাবে। ঈশ্বরদী, পাবনা, পাকশী ও লালপুর ফায়ারস্টেশনের ৭টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দাফন কার্যের জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতির পরিমাণ বিস্তারিত জেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।