পাবনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে অবৈধ একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
সোমবার ( ১৭মার্চ ) দুপুরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় এস আর বি ব্রিকস নামের ইট ভাটায় অভিযান চালায়।
ইট ভাটাটির অনুমোদন না থাকায় সেটি ভ্রাম্যমান আদালতের বিচারক পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নির্দেশে ইট ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় এলাকাবাসীর তোপের মুখে অভিযান পরিচালনা করতে বেক পেতে হয় । পবে পুলিশ প্রশাসনে মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এসময় অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।