পাবনায় মাদকদ্রব্য সেবন কালে ৪ জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (০২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন বলরামপুর এলাকায় থেকে
মাদকদ্রব্য সেবনের কালে সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুরাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করে।
দন্ডপ্রাপ্তরা হলেন পাবনার সদর পৌর এলাকার মৃত সোলায়মান শেখের ছেলে রতন শেখ, আটুয়া হাজিপাড়া এলাকার মৃত ইসাহাকের ছেলে মাসুদ,চক ছাতিয়ানি এলাকার ইসাহাক আলী ছেলে রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাড়ারা এলাকার মৃত ময়েজউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।