ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা

যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন গণপরিবহনে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনা কার্যালয়।

সেনাবাহিনীর সহযোগিতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, ঈশ্বরদীর দাশুড়িয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫টি বাস কাউন্টার এবং ৪টি বাসে বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ঈশ্বরদী বাজারে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করেন। জনসার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে বলেও জানান মাহমুদ হাসান রনি।

ট্যাগঃ

পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা

সর্বশেষ আপডেট : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন গণপরিবহনে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনা কার্যালয়।

সেনাবাহিনীর সহযোগিতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, ঈশ্বরদীর দাশুড়িয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫টি বাস কাউন্টার এবং ৪টি বাসে বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ঈশ্বরদী বাজারে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করেন। জনসার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে বলেও জানান মাহমুদ হাসান রনি।