পাবনার ঈশ্বরদীতে ট্রাকভর্তি জিরা আত্মসাতের ঘটনায় বিএনপি নেতা আলম প্রাং-এর নাম জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছলিমপুর ইউনিয়ন বিএনপি।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ভাড়ইমারী গ্রামে আলম প্রাং-এর বাড়ির সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলহাজ মো. মইনুল সরদার।
তিনি বলেন, আমাদের নেতা আলম প্রাং-এর নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ঈশ্বরদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই ভুয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি সংবাদটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার, সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার, প্রচার সম্পাদক রাহাত আলী টিক্কা, সলিমপুর ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা বাবু মালিথা, কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম রসুল স্বপনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
স্টাফ রিপোর্টার 













