পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়াম্যান বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আরজু হোসেন খানের উপর হামলা চালিয়েছে চেয়ারম্যানের লোকজন।
আজ বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়ন বিবি স্কুল এন্ড কলেজ প্রংগনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর আরজু হোসেন খান কে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার দিলপাশার ইউনিয়ন বিবি স্কুল এন্ড কলেজে বুধবার সকালে পরিচিতি মিটিংয়ে অংশগ্রহণের জন্য উপজেলা বিবি স্কুল এন্ড কলেজে ভাঙ্গুড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জাফর ইকবাল হিরোক এর এবং জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থি হন।
এ সময় পরিচিতি মিটিংয়ে অংশগ্রহণের শেষে বিবি স্কুল এন্ড কলেজে গেটে পৌছলে হঠাৎ আব্দুল হান্নানের দল দেশীয় অস্ত্র নিয়ে ৬—৭ জনের একটি দল তার উপর অর্তকিত হামলা চালায়। আরজু খানের মাথার মাঝ বরাবর এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয় এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্যের ছেলে তারেক খান জানান, আমি এবং আমার বাবা দুজনেই কলেজ থেকে বের হচ্ছিলাম এমন সময় হান্নান চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগের দিলপাশার ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, আল আমিন, তাজ উদ্দীন, আমিনুল, সহ সাত আট জন আমার বাবার উপরে হামলা চালায়। আমি আব্বুর আমলাকারীর সুষ্ঠু বিচার চাই।