পাবনার ভাঙ্গুড়ায় বসত ঘর জবর দখল করে ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মাছের খাদ্য লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাসেল রানা পিন্টুর বিরুদ্ধে। অভিযুক্ত পিন্টু ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহবায়ক ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাটুলী পাড়া মহল্লার মৃত আব্দুল মজিদ মেম্বারের ছেলে।
মঙ্গলবার (১৫ এপ্রিল)বিকাল সাড়ে ৫ টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এঘটনাটি ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এম এ মোস্তাক।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া বাজারের মৃত হাজী মোরশেদ আলী ছেলে এম এ মোস্তাক প্রায় ৩০ বছর যাবত বাংলাদেশ রেলওয়ের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে জীবিতা নির্বাহ করে আসছিলেন।
হঠাৎ করেই গত মঙ্গলবার বিকেল ভাঙ্গুড়া পৌর শাখার ছাত্রদলের আহ্বায়ক ও মাদক ব্যবসায়ী মো. কাজলসহ ১০-১২ জন ভারাটিয়া গুন্ডা নিয়ে তার পুকুরের পাড়ে একটি ঘরের তালা ভেঙে ঘরের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মাছের খাবার লুট করে এবং ঘরের দেওয়ালে “আলোর পথে যুব সংঘ” নামক একটি ব্যানার টানিয়ে দেয়। ওই ঘরের মালিক তার ঘরে গেলে অভিযুক্তরা বাদিকে মারপিট সহ প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে পিন্টু গং তার পুকুরে থাকা প্রায় ২০ লক্ষ টাকার মাছ যেকোনো সময় ধরে নিয়ে যেতে পারে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত পৌর ছাত্রদলের আহব্বায়ক পিন্টু পরির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর বিএনপির সদস্য সচিব বুরুজ হোসেন বলেন, অন্যায়কারী যেই হোক না কেন তার বিপক্ষে সব সময় থাকার চেষ্টা করি। অন্যায়কারী কখনো ভালো মানুষ হতে পারে না, পিন্টু পরীর বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে আমি জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।
ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি আমি পৌর ছাত্রদলের আহব্বায়কের সাথে কথা বলে সমাধানের ব্যবস্থা করছি।
পাবনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, কেউ যদি দলের প্রভাব খাটিয়ে লুটপাত ও দখল বাজি করে তাহলে দেশ নায়ক তারেক রহমানের নের্তৃত্বে তার বিরুদ্ধে দলের গঠন তন্ত্র মোতাবেক ব্যাবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার্স ইনসার্স (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে একটি লিখত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গুড়ায় দখল ও লুটপাটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
-
স্টাফ রিপোর্টার
- সর্বশেষ আপডেট : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- 13
ট্যাগঃ