বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোঃ মকলেছুর রহমান (বাবলু)।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের একটি শক্তিশালী আন্দোলন গড়ে উঠছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণমাধ্যম প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।