ইসলামি এইড বাংলাদেশ ও পাবনার এবি ট্রাষ্ট এর উদ্যগে শহরের কুঠিপাড়া স্কুল মাঠে শতাধিক দরিদ্র মানুষের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয় । চাউল ২৫ কেজি আটা ৪ কেজি লবণ ১ কেজি চিনি ২ কেজি সোয়াবিনের তেল ৫ লিটার ছোলা দুই কেজি খেজুর দুই কেজি পেয়াজ এক কেজি রসুন এক কেজি লুডুস আট প্যাকেট।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এড, শামছুর রহমান শিমুল বিশ্বাস , এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ট্রাষ্ট এর প্রতিনিধি বাবুল বিশ্বাস, ওয়ারেছ উদ্দিন, ইসলামী এইড প্রোগ্রামার এর আবু সাইদ মোল্লা প্রমূখ।