৬ দফা দাবিতে পাবনায় বাস টার্মিনালে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানবাহনের দীর্ঘ সারি পড়ে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্ত্বরে পৌঁছিয়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এছাড়াও নানা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা বক্তব্যের মাধ্যমে ৬ দফা দাবি তুলে ধরেন , জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।
এসময় বক্তব্যদেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব মাহামুদ, সুমাইয়া ইসলাম, আরিফ বিল্লাহ, হাবিবুর রহমান, মেহেদী হাসান, হেলাল আহমেদ শুভ, ইমামুদ্দিন সাদ, তামিম আলী শেখ।
এসময় তাদের ৬দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলন হুসিয়ারি দেন শিক্ষার্থীরা।